স্বার্থপর আমি
- ফাতিমা খান
তোমার মুখে যখন
অন্য কারো নাম শুনি,
আমি তার সাথে তোমার
ভাঙ্গনের দিন গুনি!
স্বার্থপর আমি সইতে পারিনা
তোমার ভালবাসার ছন্দ,
তারচেয়ে তোমার একাকিত্ব
আমার বরং পছন্দ।
কঠিন পাষাণ তাই শোনো না
আমার হৃদস্পন্দন,
চাই কখনো তুমি না পাও
কোন মায়ার বন্ধন!
তুমি কাউকে ভালবেসো না
হয়ো না কারো আপন,
দুই মেরুতেই না হয় হলো
আমাদের জীবনযাপন!
যাযাবর জনে ভবঘুরে মনে
পালবে আমার স্মৃতি,
হয়ত বা দেখা হবে দুজনার
যদি আসে শুভ তিথি!