মিথ্যেবাদী |
মিথ্যেবাদী মানুষ গুলো
কাল সাপের থেকেও ভয়ঙ্কর।
কারণ! এরাই একমাত্র দিতে পারে
কাল সাপকেও টক্কর।
সাপকে দংশন করতে
যেনো ঠিকই দেখা যায়।
কিন্তু! মিথ্যেবাদী মানুষের দংশন
চোখের সামনে ঘটার পরও
অদেখা-ই রয়ে যায়।
মিথ্যেবাদী মানুষগুলো সঞ্চয় করে
সরল মানুষ গুলোর বিশ্বাস।
বিশ্বাসটা নিয়ে খেলা করেই তারা
জীবনে দিয়ে চলে মিথ্যে আশ্বাস।
মিথ্যেবাদী মানুষ থাকার চেয়ে জীবনে
একা থাকাই ভালো।
অন্তত বিশ্বাসঘাতকতায় পুড়িয়ে জ্বালতে
পারে না অনলের আলো।
যে মরেছে মিথ্যেবাদী মানুষ নামের
অমানুষের দাবালনে।
সে-ই জানে কত ভয়ঙ্কর এরা
ছোট এই জীবনে।