পবিত্র বেদনা |
রাখিতে চাইনা কোন দুঃসহ জ্বালা,
হৃদয়ের ফাকা কোঠরে দিয়াছি তালা।
আজ যেন বুকের ভেতর,
ঠিক যেন নিথর-পাথর।
নাই সুখ, নাই দুঃখ
নাই বিস্মৃত কোন স্মৃতি।
এভাবে দিন চলে যায়,বেলা গড়ায়,,
জীবন যাপনের ছিনিমিনি খেলায়।
হাজারো প্রশ্ন মনে ভির জমায়,
পাইনা তার উত্তর,হই নিরুপায়।।
তবুও আপন গতিতে বইছে সময়
নিজের মনকে বুঝাই-
"অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা
অনেক বেশি মধুময় "।