কয়ের কথা | প্রদীপ চক্রবর্ত্তী |
কয়ের কবচ কবজা করে,
কনিষ্ঠকর কলেবরে।
কইবো কিছু কয়ের কেচ্ছা,
কৌপীনে কৌশিক করেছেন কাছা।
কটুকথা কওয়া কাল,
কাঁচা কচু কেচি কল।
কানা কনের কানাকানি,
কনক কাঁকনে কাঁকনে
করে কিনীকিনী।
কুশল কাজ করি করি,
কুকার্যে কারা কারি।
কালো কড়ি কাঁড়ি কাঁড়ি,
কষাঘাতে কারাগারে কড়াকড়ি।
কুকর্মের কবর কাছে,
কালো কাক কাটা কায়ার কাছে কাছে।
কনিকা কেবল কষে কষে,
কর্দমাক্ত কাপড় কাঁচে।
ককিল কণ্ঠ কুহুকুহু,
কূজন করে কলহ।
কিশোর কিশোরী কলি কালে,
কথা কয় কান কলে।
কুপথে কিম্বা করেনি কর্জ,
কর্মেই কালীদাশ কৃতকার্য।
কর্ণকুহর কাঁপে কেকায়,
কসুরকারী ক্লেদে কোঁকায়।
কাকি কহে কাকাকে,
কলা কাঁঠাল কিনিতে।
কাননে কাননে কুড়ি,
কিরণময় কৃষকের কুঠরি।
কেশে কাঁকই করি,
কাঁকড়ায় কোঁকড়ানো, কন্যার কবরী।
কাঠ কাঠুরে কাঠ কাঁটে,
কাঠে কুঠার কটকটে।
কথার কাঠামো কেন্দ্র করে,
কলমের কালিতে কাগজে কৃত।
কবির কৌশল কাব্য কথায়,
কশিদা করে কর্তা কাঁথায়।
কুসুম কুড়ায় কচিকাঁচা,
কোরে কতো কোলাহল।
কঁচুকি কঠিন ক্লেশে কাতর,
কয়লার কুপে কালোর কাতার।
কি কইবো কষ্টের কাহন
করোনায় ক্লিষ্ট কুল কাল,
কঠিন কঠোর কষ্ট করে
কাতোরতায় কাটছে কাল।