নিষিদ্ধ স্লোগান |
ভালো থাকার মিছিলে, তুমি এক নিষিদ্ধ স্লোগান,
পৃথিবীর সমুখে তোমাকে উচ্চারণ করবার অধিকার নেই।
তোমাকে আমি আবৃত্তি করি অন্ধকারে,
রাত্রি নামলেই-
পৃথিবীর সাথে গড়ে দিয়ে অবিচ্ছেদ্য দেয়াল,
আমি মেলে ধরি নিজেকে।
রাত্রি নামলেই, তুমি দাউদাউ জ্বলে ওঠো বুকের ভেতর,
ভালোবাসা!
তুমি আমার ব্যক্তিগত আগ্নেয়গিরি।
কবিতাংশ- "নিষিদ্ধ স্লোগান"