কি চাও তুমি..?
অরণ্য? খোলা আকাশ? নাকি সমুদ্র?
বুকের বা'পাশটায় তো সেই কবেই,
তোমার জন্য অরণ্য গড়ে তুলেছি আমি।
আর আমি-ই তো তোমার খোলা আকাশ,
সেখানে যেমন ইচ্ছে তেমন করে,
করো তোমার বিচরণ।
বলবে সমুদ্রের কথা!
আমার চোখদুটো দেখো,
সেই কবেই তো তা সমুদ্র হয়ে গেছে,
তুমি কি দেখতে পাও না তার গভীরতা?
____আয়শা