জীবনের সন্ধ্যায় প্রেম | জান্নাত খুশবু | বাংলা প্রলাপ ২০২২

জীবনের সন্ধ্যায় প্রেম

-জান্নাত খুশবু
" জীবনের সন্ধ্যায় প্রেম "

বৃদ্ধ বয়সে আমরা আবারও প্রেমে পড়বো-

সময় মতো তোমার ব্লাড প্রেশারের ট্যাবলেটের হিসেব রাখতে রাখতে,

অথবা নিয়ম করে আমার ডায়াবেটিক্স মেশিনে মাত্রা উঠা-নামা দেখতে দেখতে! 

জানো,তখনও আমাদের মাঝে দুরত্ব হবে! 

আমি হয়তো 'আই সি ইউ'র বেডে  থাকবো আর তুমি কাঁচের দেয়ালের ওপাশে ভয়ার্ত চোখে দাঁড়িয়ে....! 


আমরা দুজন আবার প্রেমে পড়বো,

কাঁপা কাঁপা হাতে গুনতে থাকবো জীবনের শেষ দিনগুলো....

হাতের আঙুলের হিসেবে যখন দেখবো আমাদের সময় ফুরিয়ে এসেছে, আমরা দুজন  ফুঁপিয়ে কেঁদে উঠবো! 

ঠিক যেভাবে প্রথম প্রেমে পড়ার পর না পাওয়ার ভয়ে কাঁদতাম, তখন কাঁদবো  হারিয়ে ফেলার ভয়ে! 


জীবনের শেষ সীমান্তে দাঁড়িয়ে আমরা দুজন আবার প্রেমে পড়বো..

যে প্রেমে চুম্বনের টান থাকবে না, কোনো চাওয়া-পাওয়া থাকবে না।  

থাকবে শুধু আরও কিছু দিন, আরও কিছু ঘন্টা,  আরও কিছু মুহুর্ত একসাথে কাটানো আকাঙ্ক্ষা...

(অংশ বিশেষ)

জীবনের শেষ সন্ধ্যেগুলোতে আমরা দুজন আবার প্রেমে পড়বো... 

প্রেমে পড়বো শেষ নিঃশ্বাসে দুজনের বিচ্ছেদের অপেক্ষায়....!

জীবনের  সন্ধ্যে বেলায় আমাদের আবারও প্রেম হবে,

প্রেম হবে জীবনের সূর্যাস্তের পূর্বে । 


إرسال تعليق (0)
أحدث أقدم